ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

গরমে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন

হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনার সময় আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। আইনজীবীরা চাইলে গাউন পরবেন অথবা গাউন ছাড়াই কোর্টে মামলা পরিচালনা করতে পারবেন।


শনিবার (২০ এপ্রিল) দুপুরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম।প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি মহোদয়গণের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে বিজ্ঞ আইনজীবীবৃন্দের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।


প্রজ্ঞাপনের অনুলিপি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, সলিসিটর ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সেক্রেটারিকে।

ads

Our Facebook Page